এই কচি কচি মন,
ফুটে উঠুক ফুলের মত
সুন্দর হউক জীবন।
আধারের আলো হও,
সৃষ্টি জীবের শ্রেষ্ঠতম,
কাজে কর্মে বড় হও।
মিলে মিশে গড় জীবন,
কাউকে করনা পর,
তখনই উন্নত হবে,
পর হবে আপন।
ফুল যেভাবে ঘ্রাণ ছড়ায়,
ঠিক সেভাবে হবে,
পুষ্পটিত জীবন,
কাজের মাধ্যমে,
জীবন বিলায়।
সে জীবনের মাঝে,
উন্নত করে কাজে কাজে,
কাজের মাধ্যমে জীবন সাজে।