ডেস্ক রিপোর্ট :: পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া সুপরিশ ও ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণের করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার রাতে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটারের সঠিকতা যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দু’টি ভুয়া সুপরিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে। একারণে পররাষ্ট্রমন্ত্রীর যেকোন সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া সুপরিশ ও ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ!
Catagory : Slide Show, প্রতিদিনের বাংলাদেশ | তারিখ : 25 অক্টোবর 2021, 7:12 অপরাহ্ন |
পোস্টটি 227 বার পড়া হয়েছে
