নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের হাজি বাড়ির বাসিন্দা মরহুম হাজী আলা মিয়ার সন্তান যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষকানুরাগী আর্ত মানবতার কল্যাণে নিবেদিত যুক্তরাজ্যের লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, হাজী রফিক মিয়ার পিতার নামে পারিবারিকভাবে সু-প্রতিষ্ঠিত হাজী আলা মিয়া ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্টের উদ্যোগে এবং ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে অসহায়- দরিদ্রদের মাঝে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, স্কুৃল-মাদ্রাসায় কক্ষ নির্মাণ, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং এলাকার কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে খেলাধূলা সামগ্রী প্রদান এবং পুরস্কার বিতরণ, এলাকার জনগুরুত্বপূর্ন স্থানে লাইটিং সুবিধা সহ শিক্ষা, সামাজিক উন্নয়নে অনন্য অবদান অব্যাহত রয়েছে। মানবিক এসব কার্যক্রমের ফলে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক মিয়া। প্রতিটি শীত মৌসুমে দরিদ্র ও ছিন্নমূল পরিবারদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় সম্প্রতি শীতের শুরুতেই জগন্নাথপুর ও ছাতক উপজেলার বিভিন্ন গ্রামের ৫শতাধিক দরিদ্র, অসহায় ও ছিন্নমূল পরিবারের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজি আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ ইউনুছ মিয়া মানবিক এসব কার্যক্রম অত্যান্ত সফলতার সাথে পরিচালনা করে আসছেন। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুর গ্রামের নয়াবাড়িতে গ্রামের অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভায় হাজি আলা মিয়া ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি রফিক মিয়া সহ পরিবারের সদস্যদের দীর্ঘায়ু এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন হাজি আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক মোঃ ইউনুছ মিয়া। জামেয়া দারুল কোরআন সিলেটের শিক্ষক মাওলানা মুফতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও জেপি টিভির চেয়ারম্যান আব্দুল কাহারের পরিচালনায় বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল লতিফ, সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক মো: জাহিদ হাসান, সমাজসেবক মোঃ আবু মিয়া, মোঃ মানিক মিয়া প্রমূখ। উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশীরা নারীর টানে দেশের নিজ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্রদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি দুর্যোগময় মুহুর্তে এবং ধর্মীয় উৎসব ছাড়াও নিজ এলাকা জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রাম সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার অজোপাড়া গায়ের অসহায় দরিদ্র ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের কল্যাণে ২০০৫সাল থেকে কাজ করে আসছে আর্ত মানবতার কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হাজি আলা মিয়া ট্রাস্ট।