jagannathpurtoday-latest news

,

সংবাদ শিরোনাম :
«» খেলাফত মজলিস সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত «» জগন্নাথপুরে ছুরিকাঘাতে গুরুতর আহত একজনকে সিলেট হাসপাতালে ভর্তি, গ্রেফতার দুই «» ছাতকে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের «» খেলাফত মজলিস সিলেট মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত «» জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট এর বৃত্তি পরীক্ষা সম্পন্ন «» জগন্নাথপুরে বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স ফাণ্ড, ইউকের পক্ষ থেকে ৫০টি পরিবারে পুষ্টিকর খাবার বিতরণ «» আত্মঘাতী গোলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন «» ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে অফিস «» সুনামগঞ্জে মেয়ের প্রেমের দ্বন্দ্বে প্রাণ গেল বাবার «» রওশনের ডাকা জাপার সম্মেলন স্থগিত

কমলগঞ্জে ইউপি নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার দুপুর ১২ টায় ৯টি ইউনিয়ননে পৃথক পৃথক আয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক মনোনীত উপজেলার ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। উপজেলার মাধবপুর ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়াম্যান মো. আশিদ আলী ও সকল ইউপি সদস্য-সদস্যাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনধিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রহিমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, পতনঊষার ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান অলি আহমদ খানকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মঃস্য অফিসার সাইদুর রহমান সিদ্দিকী, মুন্সীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারেকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা তালুকদার। শমশেরনগর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান জুয়েল আহমদকে দায়িত্ব বুঝিয়ে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়কুমার হাজরা. সদর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল হান্নাকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা তথ্য ও য়োগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার মো: রকিবুল হক, আলীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজুকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো; আবদাল হোসেনেকে বুঝিয়ে দেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস। মাধবপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো: আসিদ আলীকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সুলেমান মিয়াকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গত ১০ ফেব্রুয়ারি নবনির্বাচিত ৯ চেয়ারম্যানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শপথবাক্য পাঠ করান। একইদিন বিকেলে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।