jagannathpurtoday-latest news

,

সংবাদ শিরোনাম :

জকিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১ দিকে উপজেলার মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ব্যাপারে জকিগঞ্জ থানার (ওসি) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলেই মারা গেছেছে।