ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করেছে পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই সেলিমুজ্জামানের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম থেকে গণধর্ষণ মামলার আসামি দুইজনকে বুধবার সন্ধ্যা রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, কেশবপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ধর্ষণ মামলার আসামি যুক্তরাজ্য প্রবাসি আনহার মিয়া (৩৬), মৃত রহিম আলীর ছেলে ধর্ষণ মামলার আসামি তোতা মিয়া (৩৩)। বৃহস্পতিবার (৫ মে) পুলিশ আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। উল্লেখ, গত ২ মে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় ৭ জনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ধর্ষণে শিকার হওয়া ঐ নারী। এদিকে পুলিশ অপর এক অভিযানে এই মামলার প্রধান আসামী সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার (দুসকী) গ্রামের আব্দুল বারিকের ছেলে হোসেনকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুরে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
Catagory : Slide Show, সিলেট বিভাগ | তারিখ : 6 মে 2022, 12:44 পূর্বাহ্ন |
পোস্টটি 269 বার পড়া হয়েছে
