ডেস্ক রিপোর্ট :: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ‘দেশ আমাদের সবার। যে যেই ধর্মেরই থাকুক, দেশের প্রতি সবার একই অধিকার একই দ্বায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যদি একসাথে দেশের জন্য কাজ করি তাহলে খুব সহজেই আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব। ’ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরে শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের “নাট মন্দির’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ‘সেই সোনার বাংলা গড়তে হলে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয়ভাবে প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়তে পারলেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে পারব। ’ এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ-দে, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
‘সোনার বাংলা গড়তে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে’
Catagory : Slide Show, প্রতিদিনের বাংলাদেশ | তারিখ : 6 মে 2022, 1:21 পূর্বাহ্ন |
পোস্টটি 387 বার পড়া হয়েছে
